কুড়িগ্রামে আগুনে পুড়ল তিন দোকান

কুড়িগ্রামের চিলমারীতে আগুনে তিন দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। বুধবার ভোরে উপজেলার কলেজ মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চিলমারী ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকার রফিকুল ইসলামের গ্যারেজ ও পার্স মবিলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চিলমারী ফায়ার সর্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে আটকে পড়া ব্যবসায়ী রফিকুল ইসলামকে দরজা ভেঙ্গে উদ্ধার করেছে পুলিশ।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ঢাকাটাইমস/০৮এপ্রিল/পিএল

মন্তব্য করুন