প্লাজমা থেরাপি দিয়ে করোনা দমন করছে ভারত

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৪:৪৪ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৪:১৬

করোনাভারাইস আক্রান্তদের প্লাজমা থেরাপির প্রয়োগ সফল হল ভারতের দিল্লিতে। সুস্থ হয়ে উঠলেন রোগী। এই প্রথম করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পেল ভারত।

দিল্লির সাকেতে ম্যাক্স হাসপাতালে সেরে উঠছেন রোগী। তাকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়েছ।

প্লাজমা থেরাপি করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু করেছে আমেরিকা। তাতে তারা সাফল্যও পেয়েছিল। এতে করোনা আক্রান্ত রোগী সেরে ওঠার পর তার রক্তের প্লাজমা অন্য আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করা হয়। তাতে করোনা দমন করা সম্ভব হয়। এমনই মনে করছেন চিকিৎসকরা।

আমেরিকার চিকিৎসকরা ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন। ভারতেও এবার শুরু হল সেই থেরাপি। প্লাজমা থেরাপিতে সাফল্য দেশে এই প্রথম করোনা আক্রান্ত রোগীর শরীরে প্লাজমা থেরাপি সাফল্য পেল। সেরে উঠছেন দিল্লির সাকেতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী। তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত কয়েকদিন ধরেই তার অবস্থার অবনতি হচ্ছিল। কিন্তু প্লাজমা থেরাপি প্রয়োগ করার পরেই অবস্থার উন্নতি হতে শুরু করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের লোকেরাই প্লাজমা সংগ্রহের ব্যবস্থা করে গিয়েছিলেন।

করোনা সংক্রমণ বাড়ছে গোটা দেশেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে চিকিৎসার খোঁজে হন্যে হয়ে উঠেছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে প্লাজমা থেরাপি নতুন করে আশার আলো দেখাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত কয়েকদিন ধরেই প্লাজমা থেরাপির কথা বলে চলেছেন। এর জন্য করোনায় সেরে ওঠা রোগীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :