লকডাউন গেলেই ভালবাসার মানুষকে জড়িয়ে ধরবেন রাধিকা!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ০৮:২০
অ- অ+

নভেল করোনাভাইরাস ঠেকাতে চলমান লকডাউনে লন্ডনে আটকা পড়েছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এই সময়টা ভাষা শিখে আর রান্না নিয়ে নানা পরীক্ষায় কাটছে তার। লকডাউন তুলে নেয়া হলে দেশে ফিরে আগে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরবেন রাধিকা। তার সঙ্গে কাছের বন্ধুদের কাছে ছুটে যাবেন তিনি।

সব আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলে সবার আগে কী করবেন রাধিকা?- প্রশ্নের জবাবে টাইমস অব ইন্ডিয়াকে এমনই সাফ জবাব এই অভিনেত্রীর।

রাধিকা বলেস, ‘আমি সবার আগে আমার বন্ধুদের জড়িয়ে ধরব। ভালবাসার মানুষকে কাছে টেনে নেব। কতদিন সবাইকে দেখি না। আই উইল রিএস্ট্যাব্লিশ ফিজিকাল কনট্যাক্ট উইদ এভরিওয়ান।’

দীর্ঘদিনের লকডাউন কি কি শিখছেন তার ফিরিস্তি দিয়ে রাধিকা বলেন, ‘লকডাউন আমায় শেখাল আমি নিজের জন্য সময় দিতে ভুলে গিয়েছিলাম একেবারেই। আর প্রকৃতির ক্ষমতা অনেক। আমরা দূষণে ভরিয়ে দিয়েছিলাম তাকে। কিন্তু ঠিক দুসপ্তাহের মধ্যে সে নিজেই নিজেকে কেমন সারিয়ে তুলেছে।

তবে নিজের জীবনের ওপর যে কারও কোনও অধিকার নেই তাও এই লকডাউন শিখিয়েছে বলে মনে করছেন এই অভিনেত্রী।

কোয়ারেন্টেইন দিনে কিভাবে সময় কাটছে জানতে চাইলে তিনি বলেছেন, এই সময়ে আপাতত বাড়িতেই বন্দি তিনি। নতুন ভাষা শিখছেন, রান্না করছেন টুকটাক। আর অপেক্ষায় দিন গুনছেন সব কিছু শান্ত হয়ে যাওয়ার।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জন পেলেন কৃত্রিম পা
উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাওয়া শিক্ষার্থীদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা