না খেললে পয়েন্ট হারাবে দল: লা লিগা সভাপতি

করোনাভাইরাসের ভয়ে কোনো ক্লাব খেলতে না চাইলে তাদের পয়েন্ট কাটা হবে বলে হুমকি দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
২০১৯-২০২০ মৌসুমের লিগে ক্লাবগুলোর বাকি আরও ১১টি করে ম্যাচ। খেলা থেমে আছে করোনার কারণে। মৌসুম থেমে যাওয়ার আগ পর্যন্ত টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে আছে সেভিয়া, রিয়াল সোসিয়েদাদ, গেটাফে ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অবনমন নিয়েও আছে দৌড়ঝাঁপ।
যেকরেই হোক তাই করোনার মাঝেও লিগ শুরু করতে চাইছেন তেবাস। প্রয়োজনে খেলোয়াড়দের হাতে লেখা নিশ্চয়তা পত্র দেয়া হবে বলে জানিয়েছেন।
‘যখন খেলার অনুমতি পাওয়া যাবে তখন যদি ক্লাবগুলো না খেলে, তা হবে লজ্জার। নিয়ম অনুযায়ী তখন তিন পয়েন্ট কাটা হবে।’
আগামী ৪মে থেকে অনুশীলনে ফিরতে চায় লা লিগার দলগুলো। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনুমতি না মেলায় পদক্ষেপ নিতে পারছে না লিগা কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এআইএ)

মন্তব্য করুন