তিন কোটিতে পোরশের স্পোর্টস কার

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২০, ১৮:০৯
অ- অ+

ভারতে বাজারে এলো পোরশের নতুন গাড়ি। মডেল পোরশে টার্বো এস। নতুন এই বিলাসবহুল স্পোর্টস কারের দাম ৩.০৮ কোটি রুপি।

পোরশের ওয়েবসাইটে গিয়ে এই গাড়ি কেনার আগেই কাস্টোমাইজ করা যাবে। এছাড়াও অনলাইনেই বুক করার সুবিধা থাকছে। বুকিংয়ের পরে নিকটবর্তী ডিলার আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। চলতি বছরের শেষে এই গাড়ি ডেলিভারি শুরু হবে।

আগের থেকে ৪৫ মিমি চওড়া এই গাড়িতে ১০ মিমি নিচু চ্যাসিস ব্যবহার হয়েছে। থাকছে এলইডি হেডল্যাম্প, ২০ ইঞ্চি চাকা, রিয়ার স্পয়লার ও অন্যান্য কাস্টোমাইজেশন অপশন থাকছে। নতুন ড্ডিজাইনের জন্য এই গাড়িতে আগের থেকে ১৫ শতাংশ বেশি ডাউনফোর্স পাওয়া যাবে।

কেবিনে থাকছে স্পোর্ট লুক। লেদার ও কার্বোন ফিনীশ দিয়েছে সংস্থাটি। ড্যাশবোর্ডের মাঝে থাকছে ১০.৯ ইঞ্চি ডিসপ্লে। থাকছে বোস সারাউন্ড সাউন্ড সিস্টেম।

পোরশে ৯১১ টার্বো এস মডেলে থাকছে ৩.৮ লিটার ৬ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনে ৬৪১ বিএইচপি শক্তি ও ৮০০ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। মাত্র ২.৭ সেকেন্ডে এই গাড়ি ০-১০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে।

(ঢাকাটাইমস/১৪মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা