নিজের চরিত্রে আরেফিন শুভকে বেছে নেবেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১০:৩০

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক বলা হয় মাশরাফি বিন মর্তুজাকে। চলতি বছরই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তবে, খেলোয়াড় হিসাবে খেলা চালিয়ে যেতে চান তিনি। প্রায় ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া মাশরাফিকে নিয়ে ইতোমধ্যে বই লেখা হয়েছে। তবে, বায়োপিক তৈরি হয়নি।

কিন্তু ভবিষ্যতে যদি কখনো তার বায়োপিক তৈরি করা হয় তাহলে নিজের চরিত্রে কাকে বেছে নেবেন মাশরাফি? বুধবার রাতে বাংলাদেশের নামকরা ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে করা এক লাইভে মাশরাফির কাছে এমনই একটি প্রশ্ন জানতে চাওয়া হয়। মাশরাফি জানান, তার নিজের জীবন নিয়ে সিনেমা করা হলে, তিনি নায়ক হিসেবে চাইবেন আরেফিন শুভকে।

মাশরাফি বলেন, ‘মাশরাফির জীবন নিয়ে সিনেমা.... আমার বাংলাদেশের আরেফিন শুভকে ভালো লাগে। স্মার্ট খুব, হয়তোবা আরেফিন শুভ।’

এসময় তাকে আরও জিজ্ঞাসা করা হয়, ঢালিউড, হলিউড ও বলিউড থেকে যেকোনো একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারবেন। কাকে বেছে নেবেন? মাশরাফির চতুর জবাব, ‘মাশরাফিউডের ঘরের বউ’।

ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে করা সিনেমা জনপ্রিয়তা পেয়েছে বেশ। এর মধ্যে কপিল দেবকে নিয়ে করা ‘১৯৮৩’ সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই রয়েছে দর্শক আগ্রহের তুঙ্গে। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলার তারকা খেলোয়াড়দের নিয়েও অনেক সিনেমা হয়েছে ভারতে।

কিন্তু বাংলাদেশে এখনও শুরু হয়নি সেই চল। এখনও কোন ক্রিকেটার বা ফুটবলার বা অন্য কোন খেলোয়াড়ের জীবনী নিয়ে সিনেমা বানায়নি ঢালিউড। তবে যেহেতু বর্তমানে ক্রিকেটই দেশের এক নম্বর খেলোয়াড়, তাই অনেকেরই আশা ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জীবনী নিয়ে হয়তো বায়োপিক হতেও পারে।

(ঢাকাটাইমস/২৮ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :