এডিস দমনে বনানীতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ২০:০৮
অ- অ+

এডিস মশা দমনে অভিযান চালিয়ে তিন বাড়ি মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) একটি ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাজধানীর বনানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হুয়।

অভিযানটির নেতৃত্ব দেন ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন।

অভিযানে ১৪টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাড়ি মালিদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এডিস মশার লার্ভা পাওয়া এসব স্থানে মশার কীটনাশক ছিটানো হয়। এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

প্রসঙ্গত, এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট চার লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা