ডিএমপির বিতর্কিত সেই যুগ্ম কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২০, ১৪:৪৩| আপডেট : ০৯ জুন ২০২০, ১৫:২১
অ- অ+

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ‘কমিশন’ নেওয়ার প্রস্তাব দিয়ে আলোচিত ডিএমপির যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে বদলি করা হয়েছে। সেই সঙ্গে আরও দুজন কর্মকর্তার পদে পরিবর্তন আনা হয়েছে। তাকে ডিএমপির লজিস্টিকস থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) কার্যালয়ে বদলি করা হয়েছে। পিওএমের দপ্তর ঢাকার মিরপুরে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

গত ৩০ মে পুলিশ কর্মকর্তা ইমাম হোসেনকে ‘দুর্নীতিপরায়ণ’ কর্মকর্তা আখ্যা দিয়ে তাকে অন্যত্র বদলি করার জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে চিঠি লেখেছেন ডিএমপি কমিশনার। তার দশদিন পর ইমাম হোসেনকে ডিএমপি সদরদপ্তর থেকে অন্যত্র বদলি করা হলো।

একই আদেশে ডিএমপির লজিস্টিকসের নতুন দায়িত্ব পেয়েছেন যুগ্ম কমিশনার মঈনুল হক। এটি তার অতিরিক্ত দায়িত্ব। তিনি আগে থেকে মহানগর পুলিশের ট্রান্সপোর্টের দায়িত্বে ছিলেন। এছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার (পিওএম) মোহা. আবদুল মালেককে প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই বিভাগের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

ডিএমপি কমিশনারকে সরাসরি ঘুষের প্রস্তাব দিয়ে বিতর্কিত হন ইমাম হোসেন। এনিয়ে পুলিশের শীর্ষ মহলেও অস্বস্তি তৈরি হয়। চৌকস ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত ডিএমপি কমিশনার ঘুষের এমন প্রস্তাবে অনেকটা বিব্রত ও ক্ষুব্ধ হন। যুগ্ম কমিশনারের কাছ থেকে ঘুষের প্রস্তাবের বিষয়টি তিনি (ডিএমপি কমিশনার) গোপন রাখেননি। দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি বরাবর চিঠি দেয় কমিশনার। কিন্তু সেই চিঠি সদরদপ্তরে পৌঁছানো নিয়ে জটিলতার সৃষ্টি হয়।

বাহিনীর চেইন অব কমান্ড ঠিক রাখতে দোষীদের শাস্তির দাবি করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, 'যেখানে যে ধরনের দুর্নীতি থাকুক না কেন সেটা যেন যথাযথ তদন্তের মাধ্যমে জনসম্মুখে আনা হয়।'

ইমাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ:

গত ৩০ মে ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ইমাম হোসেনকে অন্য জায়গায় বদলির বিষয় উল্লেখ করে কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আইজিপি বেনজীর আহমেদকে দাপ্তরিক চিঠি দেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের কাছে পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে ওই কর্মকর্তাকে ডিএমপিতে কর্মরত রাখা সমীচীন নয় মর্মে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় তাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।’ গুরুতর এ বিষয়টি ডিআইজিকেও (অ্যাডমিন অ্যান্ড ডিসিপ্লিন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

২০১২ সালে ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হিসেবে ইমাম হোসেন পোস্টিং নিয়ে আসেন। এরপর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ডিএমপির ডিসি (অর্থ), ডিসি লজিস্টিকস এবং বর্তমানে পদোন্নতি পেয়ে একই দপ্তরে যুগ্ম কমিশনার হয়েছেন।

(ঢাকাটাইমস/৯জুন/এসএস/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা