করোনা আক্রান্ত পুলিশের পাশে মনিরুলের নেতৃত্বে টিম

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের হাসপাতালে দেখতে গেলেন ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী শাখা কাউন্টার টেরোজিম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার ডিএমপির এই অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে পরিদর্শন দল উত্তরা পুলিশ লাইন্স দিয়াবাড়ি এবং ইমপালস হসপিটালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পুলিশ বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
তাদের নির্দেশনায় ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর রয়েছেন।
এ সময় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন, ট্রান্সন্যাশনাল-অর্গানাইজড ক্রাইম বিভাগের (ডিসি) মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) (ক্রাইম-২) এ জেড এম তৈমুর রহমান, আইএডির (এসডিসি) মো. আবু নোমান ও সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন) এম রাকিবুল হাসান ভুঞা তার সঙ্গে পরিদর্শন করেন।
তারা করোনা আক্রান্ত প্রতিটি পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন, তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
বিশ্বময় মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে। তবে আক্রান্তদের অর্ধেকের বেশি ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
(ঢাকাটাইমস/১১জুন/এএ/জেবি)

মন্তব্য করুন