মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২০, ২১:০৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থানার কৃষি মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি চাপাতি, দুইটি ছুরি, দুইটি চাকু, ৫৫০ পিস ইয়াবা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. টিপু, মো. তৌসিফ ওরফে টাকলি, মো. সনু, মো. মোকাররম, আবিদ হোসেন ওরফে সনু, মো. আরিফ হোসেন, আব্দুর রহমান, মো. সুমন এবং মো. চুন্না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাজমহল পার্ক এলাকা স্থানীয়দের সহায়তায় ঘিরে ফেলে। সেখান থেকে আটজন অস্ত্রধারী ছয় যুবক ও দুইজন কিশোরকে আটক করে ।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। সময়ভেদে ডাকাতি, ছিনতাই, চুরি, লুটতরাজ করা তাদের পেশা। জেনেভা ক্যাম্পে তাদের জন্ম এবং বিহারী বংশোদ্ভূত। কৃষি মার্কেট এলাকায় প্রতিনিয়ত যে সব মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিক আপ মাল নামানোর আসে সেসব যানবাহন তাদের টার্গেট। তাদের বড় ভাইদের নির্দেশে মাল বোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ টার্গেট করে মার্কেট এলাকা থেকে অন্য জায়গায় নিয়ে মালামাল ডাকাতি ও ড্রাইভার-হেল্পারের সর্বস্ব কেড়ে নেয়। আবার কখনও কখনও তারা এলাকায় ছিনতাই ও চুরি করে থাকে। মূলত তারা সকলেই মাদকসেবী। ডাকাতি, ছিনতাই ও চুরি করে ওই টাকা দিয়ে মাদক কিনে সেবন করে। অস্ত্রধারী হওয়ায় মাদক ব্যবসাও করে থাকেন।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক হেফাজতে রাখায় মোহাম্মদপুর থানায় আলাদা তিনটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ঢাকাটাইমস/১১ জুন/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে প্রশাসনের সিদ্ধান্ত বদল: ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর আম বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা