সুশান্তের পাঁচটি ডায়েরি পুলিশের হাতে

চারদিন পরেও খোলেনি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের জট। সম্পর্কের টানাপোড়েন নাকি পর পর সাতটি ছবি হাতছাড়া হয়ে যাওয়ার অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে উঠেপড়ে লেগেছে মুম্বাই পুলিশ। সেই কাজের জন্য সুশান্তের ফ্ল্যাট থেকে পাঁচটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। সেগুলো পড়ে জানার চেষ্টা চলছে, শেষ দিকে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেতা।
শুধু তাই নয়, সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সুশান্তের কল লিস্ট। শেষ ১০ দিন অভিনেতা যাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের তালিকা বানাচ্ছে মুম্বাই পুলিশ। খুব শিগগিরই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানানো হয়েছে। যদিও ইতোমধ্যেই পুলিশ সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র পরিচালক মুকেশ ছাবরা, ঘনিষ্ঠ বন্ধু বিকাশ গুপ্তা এবং তার সবশেষ প্রেমিকা বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বয়ান রেকর্ড করেছে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিনেতার এক তুতো ভাই এবং পাটনার বিজেপি বিধায়ক নীরজ কুমার সিং ইতোমধ্যেই সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি পেশাগত চাপের কারণে হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। সমস্ত সংবাদমাধ্যম এবং নীরজের বক্তব্য পুর্নবিবেচনার নির্দেশ টুইটে দিয়ে বিষয়টিতে মান্যতা দেয়ার পরেই এই পুলিশি পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা সুশান্তের ঘনিষ্ঠ মহলের।
এদিকে, বুধবার অভিনেতার অবসাদে আত্মহত্যার জন্য স্বজনপোষণকে দোষী করে বিহারের মজাফফরপুর জেলা আদালতে বলিউডের চার মেগাস্টার সালমান খান, করণ জোহার, একতা কাপুর ও সঞ্জয় লীলা বানসালির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আইনজীবীর দাবি, সুশান্তের কাছ থেকে শুধু সাতটি ছবি কেড়ে নেয়া হয়েছিল তাই নয়, তার একাধিক ছবি আজও মুক্তি পায়নি। এই সমস্ত ঘটনার চাপ দিনের দিনের পর দিন নিতে পারেননি মাত্র ৩৪ বছরের অভিনেতা। এই ঘটনাগুলোই তাকে আত্মহননের মতো চরম পথ বেছে নিতে বাধ্য করেছে।
একই বিষয় নিয়ে সম্প্রতি টুইট করেছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তিনিও একই প্রশ্ন তুলেছেন। বলেছেন, সুশান্তের মতো প্রতিভাধর একজন অভিনেতার হাত থেকে কী করে সাত সাতটি ছবি চলে যায়! বলিউডের আসল চেহারা কি তাহলে এতটাই ভয়াবহ?
ঢাকাটাইমস/১৮জুন/এএইচ

মন্তব্য করুন