মাহবুবুল এ খালিদের তিন গানে শরণার্থীদের প্রতি সহমর্মিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২০, ১১:৫৯
অ- অ+

২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থীদের অধিকার রক্ষায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) প্রতি বছর দিবসটি পালন করে থাকে। ইউএনএইচসিআর-এর তথ্যমতে সারা পৃথিবীর প্রায় ৮ কোটি মানুষ এখন বাস্তুচ্যুত। এর মধ্যে ২০১৯ সালেই ১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বিতারিত হয়ে এ দেশে অবস্থান করছেন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী।

বিশ্বজুড়ে শরণার্থীদের দুর্দশায় ব্যথিত মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। শরণার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশে তিনটি গান লিখেছেন তিনি। যেগুলোর শিরোনাম ‘রোহিঙ্গা পিপল’, ‘উদ্বাস্তু’এবং ‘সেভ দ্য প্যালেস্টাইন’। গানগুলোতে শরণার্থীদের অধিকার রক্ষায় বিশ্ববিবেক জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সবগুলো গানেরই সুর দিয়েছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সমবেত কণ্ঠে ‘রোহিঙ্গা পিপল’ গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নী, রাজিব, এলিটা করিম, স্মরণ, রুমানা আক্তার এবং রিতু হাসনাত। ‘উদ্বাস্তু’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা, মেহেদি হাসান এবং টিনা মোস্তারী। আর ‘সেভ দ্য প্যালেস্টাইন’ গানটি গেয়েছেন এ প্রজন্মের দুই প্রতিভাবান শিল্পী কিশোর দাস এবং কোনাল।

গান তিনটি মাহবুবুল এ খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। এছাড়া, ভিডিও মুক্তি দেয়া হয়েছে ইউটিউবে ‘খালিদ সংগীত’ চ্যানেলে।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, একবিংশ শতাব্দিতেও জন্মভূমি থেকে বিতারিত হওয়ার মতো ঘটনা বিশ্ববিবেকের জন‌্য সত্যি দুঃখজনক। শরণার্থী বা বাস্তুচ্যুত প্রতি চরম নির্যাতনে মানবতা আজ ভূলুন্ঠিত। সবারই আছে সুন্দরভাবে বাঁচার অধিকার। বিশ্ববিবেক জেগে উঠলে সারা পৃথিবী থেকে জাতিগত নির্যাতন বন্ধ হবে। সব শরণার্থী পাবে নায্য অধিকার। যুদ্ধ কিংবা হিংসা নয়, ভালোবাসারই জয় হয়। ধর্ম, বর্ণ, জাতিভেদ নয়, সবার ওপরে মানুষ এবং মানবতার জয়। এই গান তিনটি এমন বার্তা প্রকাশ পেয়েছে। আশা করি শরণার্থীদের অধিকার রক্ষায় এই গানগুলো মানুষকে উৎজীবিত করবে।

উল্লেখ্য, শুধু রোহিঙ্গাদের ওপর নির্যাতনই নয়, মাহবুবুল এ খালিদের গান ও কবিতায় পাওয়া যায় পৃথিবীর সব নির্যাতিতের পাশে দাঁড়ানোর আহ্বান। তিনি জনসচেতনতা, প্রকৃতি ও দেশ, দেশাত্মবোধ, মানবপ্রেম, ধর্মীয় ও সামাজিক উৎসব, খেলাধুলা ইত্যাদি অসংখ্য বিষয় নিয়ে গান লিখেছেন। ‘খালিদ সংগীত’নামের ওয়েবসাইট থেকে যে কেউ এসব গান শুনতে পারেন। ডাউনলোড করতে পারেন গানগুলোর অডিও, মিউজিক ট্র্যাক অথবা রিংটোন।

‘রোহিঙ্গা পিপল’ গানটির ইউটিউব লিংক: https://youtu.be/Sk53zf491JY

(ঢাকাটাইমস/২০জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা