ধাওয়ানের বাড়িতে দুই নতুন অতিথি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২০, ১৬:৩১
অ- অ+

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুটি কুকুরের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। শিখর জানিয়েছেন, তিনি ওই দুটি কুকুরকে দত্তক নিয়েছেন।

লকডাউন এর শুরুর সময় থেকেই ভারতীয় দলের ক্রিকেটাররা বাড়িতেই রয়েছেন। সারা বছর পরিবারের সঙ্গে সময় কাটানোর খুব একটা সুযোগ পান না ক্রিকেটাররা। তবে এখন পরিবারের সদস্যদের সঙ্গে চুটিয়ে মজা করছেন কোহলি, ধাওয়ান, পান্ডিয়ারা। স্ত্রী, ছেলে-মেয়ের সঙ্গে প্রায়ই কিছু না কিছু মজার ভিডিও শেয়ার করছেন ধাওয়ান।

এদিন অবশ্য তিনি বাড়িতে আসা দুই নতুন অতিথি ছবি শেয়ার করলেন। লিখলেন, ‘স্লয়ে ও ভেলেনটাইন আমাদের পরিবারের নতুন দুই সদস্য। ওদের দুজনকে আজই দত্তক নিলাম।’

একটি ছবিতে দেখা যাচ্ছে ধাওয়ান ওই দুই কুকুরের পিঠে হাত দিয়ে বসে রয়েছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ধাওয়ান তাঁর ছেলে জোরাবরের সঙ্গে বাড়ির দুই নতুন সদস্যকে নিয়ে রয়েছেন। নিউজিল্যান্ডের পেসার মিসেল ম্যাকলেঘান ধাওয়ানের ওই ছবির নিচে লিখেছেন, 'নাইস'। কুকুরদের এভাবে ভালোবেসে আপন করে নিয়েছেন ধাওয়ান। আর তাই গব্বরের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।

(ঢাকাটাইমস/২৭ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা