সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২১:৫৯
অ- অ+

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে কোহিনুর বেগম নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ৮টায় তিনি মারা যান। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া ন’পাড়া গ্রামের গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ভবতোষ কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া ন’পাড়া গ্রামের কোহিনুর বেগম (৫০) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের কথা বলা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হবে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত
র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা
পাইলট তৌকির সম্পর্কে যা জানা গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা