বাসা-অফিসে এডিসের লার্ভা, মালিকদের জরিমানা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২০:২৮
অ- অ+

বাসা, অফিস ও অন্যান্য স্থাপনায় ডেঙ্গুর লার্ভা শনাক্ত হওয়ায় ২২টি বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠান মালিককে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ডেঙ্গু দমনে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযানের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের অভিযানে এ জরিমানা করা হয়। প্রতিদিন ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই এক যোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এসময় ডিএনসিসি মোট ১৩ হাজার ৮৫০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৯২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া আরও আট হাজার ৪৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এসময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২টি মামলায় ভবন ও স্থাপনা মালিকদের মোট এক লাখ ২৬ হাজার ৩১০ টাকা জরিমানা করা হয়। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়েছে।

৪ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের চিরুনি অভিযানে মঙ্গলবার পর্যন্ত চার দিনে মোট ৫৩ হাজার ৪৫৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ৩৬৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৩২ হাজার ৫১৪ টিতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এসময় ডেঙ্গু লালনের দায়ে ভবন ও স্থাপনা মালিকদের মোট আট লাখ দুই হাজার ১০ টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭জুলাই/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা