অবশেষে ইংল্যান্ড সফরে যাচ্ছেন আমির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ১১:০০| আপডেট : ২১ জুলাই ২০২০, ১১:০২
অ- অ+

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরে অস্বীকৃতি জানিয়েছিলেন আমির। তবে সন্তান জন্মের দিনক্ষণ এগিয়ে আসায় অবশেষে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে তৈরি তিনি। যদিও করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ আসলেই কেবল এই সফরের বিমানে চড়তে পারবেন আমির।

সোমবারে প্রথমবার আমিরের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে, দুই দিনের মাথায় আবারও পরীক্ষা করা হবে। পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২৮ আগস্ট। আমির এর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। এ সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান জন্মের খবর জানান আমির। এরপরই জাতীয় নির্বাচক মিসবাহ-উল-হক তাকে হারিস রউফের জায়গায় দলে যুক্ত করার ব্যাপারে সম্মতি দেন। গত মাসে রউফের ছয়বার করোনা পরীক্ষা করা হয়, যার মাঝে পাঁচবারই ফল আসে করোনা পজিটিভ। পঞ্চম টেস্টে নেগেটিভ আসার পর বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল রউফের, তবে ষষ্ঠ টেস্টে আবার পজিটিভ আসায় যাত্রা বাতিল হয়ে যায়। কোনও লক্ষণ না থাকায় আপাতত ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকবেন তিনি, এরপর আবারও পরীক্ষা হবে তার।

এদিকে অতিরিক্ত উইকেটরক্ষক রোহাইল নাজিরকে ফিরিয়ে আনছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এতে করে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য উইকেটরক্ষক হিসেবে এখন দলের সঙ্গে রয়েছেন কেবল সরফরাজ আহমেদ এবং মোহাম্মদ রিজওয়ান।

আর এ সপ্তাহের পরের দিকে স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও আপাতত সেটি করছেন না শোয়েব মালিক। পরিবারের সঙ্গে দেখা করতে ছুটি দেওয়া হয়েছিল এ অলরাউন্ডারকে, তবে তার স্ত্রী সানিয়া মির্জা ভারতে থাকায় দেরি হয়েছে সেটি। মালিক দলের সঙ্গে এখন যোগ দেবেন আগস্টের দ্বিতীয় সপ্তাহে।

(ঢাকাটাইমস/২১ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা