কচুরিপানা হতে পারে মাছের আদর্শ খাবার

মাঈনুল ইসলাম বাবু
 | প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ১১:৩৬

নদ-নদী, খাল-বিলে মাছ প্রাকৃতিক খাবার খেয়েই বেড়ে ওঠে। মাছের অন্যতম প্রাকৃতিক খাবার কচুরিপানা। পুকুর কিংবা বদ্ধ জলাশয়ে চাষ করা মাছের খাবার হিসেবেও কচুরিপানার ব্যবহার করা যেতে পারে।

মাছ জীবিত কচুরিপানার শিকড় খেতেও বেশ পছন্দ করে। তাছাড়া মাছ কচুরিপানার নিচে ডিম ছাড়ে। কচুরিপানা একদিকে যেমন মাছের খাদ্য অন্যদিকে দুপুরের প্রখর রৌদ্রে আশ্রয়স্থলও।

কচুরিপানার কালো শিকড়গুলোতে অনেক শ্যাওলা জমে, সেই শেওলাগুলো মাছ খায়। শিং, কই, চিংড়ি, মাগুর, টেংড়া, ভেদুরী, লাটি, কইল্যা, সইল্যা, কাইক্কা, চান্দা, চিকড়ি বাইন প্রভৃতি মাছ কচুরিপানার শিকর ও শেওলা খেতে পছন্দ করে।

পুকুরে বা জলাশয়ে প্রাকৃতিক উপায়ে এক ধরনের খাদ্য উৎপন্ন হয়। এদের প্রাকৃতিক খাদ্য বলে। এরা খুব ছোট ছোট হয় এবং জলের ঢেউ যে দিকে যায়, এদের গতিও সে দিকে হয়। এই প্ল্যাঙ্কটন দু’ ধরনের হয়, উদ্ভিদকণা (ফাইটোপ্ল্যাঙ্কটন)

(খ) প্রাণীকণা (জুপ্ল্যাঙ্কটন)। ছোট কচুরিপানাও উদ্ভিদকণার পর্যায়ে পরে।

ভিডিও:

(ঢাকাটাইমস/২১জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

মুক্তমত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা