পিএজসি ছাড়ছি না: এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২০:০১
অ- অ+

প্রতিনিয়ত নিজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনে বিরক্ত ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাই হোক না কেন আগামী মৌসুমে তিনি ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইতে থাকবেন।

পার্ক ডি প্রিন্সেসে সেলটিকের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয়ের ম্যাচটিতে বিরতির সময় স্থানীয় গণমাধ্যমে ২১ বছর এমবাপ্পে বলেন, ‘আমি এখানেই আছি। আগামী চার বছর আমি পিএসজির প্রকল্পের একটি অংশ হয়ে গেছি। ক্লাবের দৃষ্টিতে ৫০ বছর পূর্তির বিষয়টা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। সমর্থকসহ ক্লাব সংশ্লিষ্ট সকলেই এই সূবর্ণ জয়ন্তীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে কারণে যাই হোক না কেন আমি এখানেই আছি। এখানে যতদিন আছি শিরোপা জেতা ও আমার সেরাটা দেবারই চেষ্টা করব।’

২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই তরুণ স্ট্রাইকার। এমবাপ্পেকে দলে নেবার জন্য রিয়াল মাদ্রিদ জোড় প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু গত সপ্তাহে মাদ্রিদ সভাপতি ফ্লোরেনতিনো পেরেজ বলেছেন, এবারের গ্রীষ্মে কোন বড় চুক্তি তিনি করবেন না।

এদিকে পিএসজি কোচ থমাস টাচেল বলেছেন, ‘কিলিয়ানের সাথে এখনো আমাদের চুক্তি রয়েছে। আমরা তাকে ছেড়ে দিতে প্রস্তুত নই। সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার সাথে কাজ করাটা অনেকটা উপহার পাবার মতই। তার এবং নেইমারের মধ্যে বোঝাপড়াটা চমৎকরা। তাদের সম্পর্কটা সবাইকে আনন্দ দেয়। পিএসজির জন্য এটা একটি বিরাট শক্তি।’

(ঢাকাটাইমস/২২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন
১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার
আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা