কম দামে ফাইভজি ফোন আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ১২:৫১

নতুন ফাইভজি ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৪২। এটি বাজেট ফোরজি ফোন। সম্প্রতি এই ফোনটিকে চীনের সার্টিফিকেশন সাইট থ্রিসিতে দেখা গেছে ফোনটি। এই ওয়েবসাইটে ফোনটিকে দেখতে পেয়েছে 91Mobiles। যেখানে ফোনের মডেল নম্বর ছিল SM-A426B।

সার্টিফিকেশন সাইটে গ্যালাক্সি এ৪২ ফাইভজি মডেলর ব্যাটারি ক্যাপাসিটি বর্ণনা করা হয়েছে ৪,৮৬০ এমএএইচ। যেটা সাধারণভাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি হিসাবে লঞ্চ হবে। সার্টিফিকেশন সাইটে ব্যাটারির মডেল নম্বর ছিল EB-BA426ABY।

স্যামসাং ফোনের তথ্য জানানোর ওয়েবসাইট স্যামমোবাইল থেকেও কিছুদিন আগে গ্যালাক্সি এ৪২ ফাইভজি ফোনের বিষয়ে প্রথম জানানো হয়েছিল। সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখার পর নিশ্চিত হওয়া গেল যে কোম্পানি বাজেট রেঞ্জে সত্যি নতুন ফাইভজি ফোন আনছে। যদিও স্যামসাং গ্যালাক্সি এ৪২ ফাইভজি ফোনটি আগামী বছরে আসবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :