বায়ার্নের বিপক্ষে হারবে বার্সেলোনা: ম্যাথাউস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ১৭:০৮
অ- অ+

চেলসিকে নিয়ে ছেলেখেলা করে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এবার লিওনেল মেসির বার্সেলোনার। মেসি বনাম রবার্ট লেওয়ানডস্কি দ্বৈরথ নিশ্চিত হতেই বায়ার্নের কিংবদন্তি লোথার ম্যাথাউস পরিষ্কার বলে দিলেন, লিসবনে আগামী শুক্রবার জিতবে তাঁর পুরনো ক্লাবই, পারবে না বার্সা।

প্রথম লেগে ৩-০ জয়ের পরে শনিবার নিজেদের মাঠে চেলসিকে ৪-১ ওড়াল বুন্দেসলিগা জয়ী বায়ার্ন। নায়ক যথারীতি লেওয়ানডস্কি। যিনি শুধু জোড়া গোল করেননি না, দু’টি গোল করানও। সেরা ফর্মে থাকা লেওয়ানডস্কিকে অনেকে এই মুহূর্তে মেসির থেকেও এগিয়ে রাখছেন। যা নিয়ে থোমাস মুলারের মন্তব্য, ‘কে সেরা, সেটা লিসবনেই প্রমাণ করার দায়িত্ব লিউয়ির (লেওয়ানডস্কি)!’

লেওয়ানডস্কি মৌসুমে ৫৩ গোল করলেন। চ্যাম্পিয়ন্স লিগে ১৩। এক মৌসুমে এই টুর্নামেন্টে সর্বাধিক ১৭ গোলের নজির ক্রিশ্চিয়ানো রোনালদোর। নজির গড়ার সুযোগ নিয়ে লেওয়ানডস্কি কিন্তু বলছেন, ‘রেকর্ডের কথা ভাবছিই না। বেশি খুশি হব, দল ফাইনালে উঠলে।’

আর প্রবল আশাবাদী ম্যাথাউসের কথা, ‘মানছি যে কোনও ম্যাচে অসাধারণ কিছু করতেই পারে মেসিরা। তবু বলব, এই মুহূর্তে বায়ার্ন যে ছন্দে আছে, তারা একমাত্র হারতে পারে অপ্রত্যাশিত খারাপ খেললে।’ যোগ করেন, ‘এবার একটাই খেলা। ভুল যেন না হয়। কারণ সংশোধনের সুযোগ থাকবে না।’

(ঢাকাটাইমস/১০ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা