ঘরে বসেই পরখ করা যাবে গ্যালাক্সি নোট ২০

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ১৫:০৭
অ- অ+

চলতি মাসের ১০ আগস্ট থেকে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি’র প্রি-বুকিং শুরু হয়েছে চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকায় আগ্রহী ক্রেতাদের মধ্যে যারা এ পাওয়ার ফোনটি প্রি-অর্ডার করতে চান, তারা প্রি-অর্ডারে আগে স্যামসাং বাংলাদেশের নতুন উদ্যোগ ‘মিট দ্য গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’ এর আওতায় নতুন এ ফোনটি অনলাইনে পরখ করে নেয়ার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

স্যামসাংয়ের নতুন এ উদ্যোগটি আগ্রহী ক্রেতাদের বাসা থেকে স্বাচ্ছন্দ্যে অনলাইনে রিয়েল-টাইম ফোন দেখার অভিজ্ঞতা দিবে। স্যামসাংয়ের দুই জন বিক্রয় প্রতিনিধি ১৫ মিনিটের ভিডিও কল সেশনে হাজির হয়ে ক্রেতাদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন। গুলশান অ্যাভিনিউ’র বিটিআই ল্যান্ডমার্কে অবস্থিত স্যামসাং ফ্ল্যাগশিপ স্টোর থেকে ভিডিও কলটি পরিচালনা করা হবে। দুপুর ১ টা থেকে ৪ টা এ সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারিত হবে নিতে হবে। ক্যাম্পেইনটি চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘কোভিড-১৯ বৈশ্বিক মহামারি আমাদের যোগাযোগ ও জীবন ধারণের পদ্ধতিতে বদল এনেছে। ক্রেতাদের সুবিধার্থে, আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশল প্রণয়নে সচেষ্ট রয়েছি; যার মধ্যে রয়েছে ক্রেতাদের নিত্য প্রয়োজন ও চাহিদা পূরণে নতুন উদ্যোগ ও ক্যাম্পেইন।’

৬.৯ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সূক্ষ্ম ডিজাইন সমৃদ্ধ এ ডিভাইসটিতে রয়েছে মেটাল বডি ও দুর্দান্ত রঙ এবং শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিকটাস, যা স্মার্টফোনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী গ্লাস।

গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে প্রো-গ্রেড এইটকে ক্যামেরাসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এডিটিং স্যুট রয়েছে। বাংলাদেশে গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি দু’টি রঙে পাওয়া যাবে। রঙ দু’টি হলো: মিস্টিক ব্রোঞ্জ ও মিস্টিক ব্ল্যাক। ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা