পদ্মা ব্যাংকে জেন্ডার ইকোয়ালিটি নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ১৫:৩৯
অ- অ+

পদ্মা ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘জেন্ডার ইকোয়ালিটি ইন ওয়ার্ক প্লেস’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জুম অ্যাপ ব্যবহার করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে ব্যাংকটি।

রবিবার থেকে দুই দিনব্যাপি নারী সচেতনতা, ক্ষমতায়ন নিয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু। এতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের ১২৫ জন কর্মকর্তা অংশ নেন। যাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৪৫ জন নারী প্রশিক্ষণার্থী ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ‘র সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা।

এছাড়া অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন- পদ্মা ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদুল ইসলাম এবং ব্যাংকিং অপারেশান ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট রাশেদুল করিম।

(ঢাকাটাইমস/২০আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের জন্য টিডিএসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
পঞ্চগড়ে ৯ মাসে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি
ময়মনসিংহে ভারতীয় মদসহ যুবক আটক
টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের দুই শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা