আইপিএলের শুরুতে মালিঙ্গাকে পাবে না মুম্বাই

ক্র্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১০:২২
অ- অ+

শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গাকে আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে নাও পেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স৷ ব্যক্তিগত কারণেই এখনই সংযুক্ত আরব আমিরশাহীতে যাচ্ছেন না শ্রীলঙ্কার ডানহাতি পেসার৷

আইপিএল খেলতে শুক্রবারই মরু শহরে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স৷ ব্যক্তিগত কারণে দলের সঙ্গে এদিন আমিরাতে যেতে পারেননি মালিঙ্গা৷ কারণ তার বাবা বেশ কয়েকদিন ধরে অসুস্থ৷ আগামী দু-এক সপ্তাহের মধ্যে বাবার অস্ত্রোপচার হতে পারে, আর সেই সময় বাবা’র পাশে থাকতে চান মালিঙ্গা৷ এই কারণে আইপিএল খেলতে এখনই আমিরশাহী যাচ্ছেন না শ্রীলঙ্কার এই পেসার৷

করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে স্থগিত থাকা চলতি বছরের আইপিএলে ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে শুরু হচ্ছে৷ আইপিএলের ত্রয়োদশ সংস্করণের ফাইনাল হবে ১০ নভেম্বর৷ আইপিএল খেলতে ইতোমধ্যেই ছ’টি দল মরু শহরে পৌঁছে গিয়েছে৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন চারবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এদিন আমিরাতে পৌঁছেছে৷

এদিন মুম্বাইয়ের পাশাপাশি মরু শহরে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো৷ এর আগে অবশ্য বৃহস্পতিবার আইপিএলে খেলতে মরু শহরে পা-রাখে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স৷ টুর্নামেন্টের বাকি দু’টি দল সপ্তাহের শেষে আমিরশাহী পৌঁছেবে বলে জানা গিয়েছে৷

তবে শ্রীলঙ্কার এই অভিজ্ঞ পেসারকে টুর্নামেন্টের প্রথম দিকে না-পাওয়া মু্ম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ক্ষতি৷ কারণ আইপিএলের ইতিহাসে মুম্বাইকে অনেক ম্যাচ জিতিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার৷ তবে ৩৭ বছর বয়সি লঙ্কার এই ক্রিকেটার শেষবার দেশের হয়ে খেলেছিলেন চলতি বছরের মার্চ মাসে৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার হয়ে অংশ নিয়েছিলেন মালিঙ্গা৷ এক বছরেরও বেশি সময় আগে শেষ ওয়ান ডে খেলেছেন তিনি৷

গত বছর আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চূড়ান্ত ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন মালিঙ্গা৷ আট রান রক্ষা করে মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড চতুর্থ আইপিএল জেতাতে সাহায্য করেন তিনি৷ এছাড়া ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক মালিঙ্গা৷ এখনও পর্যন্ত ১২২টি আইপিএল ম্যাচে ১৯.৮ গড় এবং ৭.১৪ এর ইকোনমি রেটে ১৭০টি উইকেট শিকার করেছেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগে তিনি এ পর্যন্ত ছ’বার চারটি এবং একবার পাঁচটি উইকেট শিকার করেছেন৷ আইপিএলে তাঁর সেরা বোলিং ১৩ রানে ৫ উইকেট৷

তবে সাম্প্রতিক সময়ে ঘন ঘন হাঁটুতে চোটের কারণে মালিঙ্গা জুন ও জুলাইয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আবাসিক কন্ডিশনিং ক্যাম্পগুলিতে আয়োজিত আবাসিক অংশ নেননি বর্ষীয়ান এই পেসার৷

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এখন টোকা দিলে  ফ্রিজ খোলে
শেখ হাসিনাকে জনগণ কখনো মাফ করবে না: দুদু
পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত
আওয়ামী লীগের উচিত ভারতে রাজনীতি করা: জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা