ঢাকা টাইমসের সংবাদে ভাঙা সড়ক পরিদর্শনে ইউএনও

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৯:৩৬

দৈনিক ঢাকা টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর হতে বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের সেই ভাঙা অংশ বৃহস্পতিবার পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন।

গত ১৭ আগস্ট দৈনিক ঢাকা টাইমস পত্রিকায় ‘বানের তোড়ে ভেঙে গেল সড়ক দুর্ভোগে এলাকাবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি কালিয়াকৈর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নজরে আসে। এরপর উপজেলার মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন ও মৌচাক ইউনিয়নের বাঁশতলী ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলামের হস্তক্ষেপে সেই বাঁশের সাঁকো পারাপারে অর্থ আদায় বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে ওই ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম জানান, চেয়ারম্যান আমাকে বলার পর আমি ঘটনাস্থলে গিয়ে জনগণের পারাপারে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি। জনগণের চলাচলে ইউনিয়ন পরিষদ থেকে সাঁকোর ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমীন পরিদর্শন শেষে জানান, বন্যায় সড়কের যে কয়টি স্থানে ক্ষতি হয়েছে- তা দ্রুত সংস্কার করা হবে। জনগণের চলাচলে যাতে কোন প্রকার দুর্ভোগ পোহাতে না হয়, সেদিকে আমাদের বিশেষভাবে নজরদারি থাকবে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :