সুশান্তকে মরণোত্তর পদ্মভূষণ দেয়ার দাবি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৬:৩২
অ- অ+

বলিউডের সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মরণোত্তর পদ্মভুষণ দেয়ার দাবি জানিয়েছে মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এ ব্যাপারে তারা মহারাষ্ট্রের প্রদ্মভূষণ কমিটির প্রধান আদিত্য ঠাকরের কাছে চিঠিও পাঠিয়েছে। তাদের মতে, সুশান্ত নিজের মেধা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন।

এদিকে আবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে শীবসেনা আদিত্য ঠাকরের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানে। তার অভিযোগ, অভিনেতা এবং তার সাবেক ম্যানেজার দিশার খুনিদের খুঁজে বের না করে তদন্তের গতি শ্লথ করে দিচ্ছে মহারাস্ট্র পুলিশ। কাদের রক্ষা করতে ব্যস্ত মুম্বাই পুলিশ, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির এই শীর্ষ স্থানীয় নেতা।

যদিও নারায়ণ রানের দাবির প্রেক্ষিতে পাল্টা মুখ খোলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেন, মহারাষ্ট্র সরকার এবং উদ্ধব ঠাকরের পরিবারের গায়ে কালি ছেটানোর জন্যই এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে।

এদিকে সুশান্ত সিং রাজপুতের বহু চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর ফোন ঘেটে এইউ নামে সেভ করা একটি নম্বর পেয়েছেন গোয়েন্দারা। সুশান্তের মৃত্যুর পর ওই ব্যক্তিকে রিয়া ফোন করেন বলে দাবি করা হয়। নাম না করা ওই অপরিচিত ব্যক্তি আদিত্য ঠাকরে বলেও বিভিন্ন মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে।

সব মিলিয়ে অভিনেতার মৃত্যুরহস্য দিন দিন আরও ঘনিভূত হচ্ছে। এখন এই মৃত্যুর তদন্ত করছে সিবিআই। তারা কত দুদিনে সুশান্ত ঘনিষ্ঠ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রতিটি জেরায় উঠে আসছে নতুন নতুন সব তথ্য। তবে শেষ পর্যন্ত তদন্ত কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার।

ঢাকাটাইমস/২৭আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা