ইংল্যান্ড সিরিজে ঘাম ব্যবহার করবেন না অজি বোলাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১১:৩৩

কোভিড-১৯ সংক্রমণ রুখতে লালা ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি৷ তবে ঘাম ব্যবহারে কোনও বিধি নিষেধ না-করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়ার বোলার ঘাম ব্যবহার করবে না বলে জানিয়ে দিলেন মিচেল স্টার্ক৷

বাঁ-হাতি অজি পেসার স্টার্ক জানান, ইংল্যান্ড সফরের সময় বলটি সাইন ধরে রাখতে তারা ঘাম ব্যবহার করবে না৷ এর জন্য দলের মধ্যেই গাইডলাইনে পরিবর্তন আনা হয়েছে৷ অস্ট্রেলিয়া অ্যাজাস বোলে পৌঁছনোর পর স্টার্ক বলেন, ‘ইংল্যান্ডের আগের সিরিজে যে গাইডলাইন ছিল সেখান থেকে কিছুটা পরিবর্তন হয়েছে৷ আপনি মুখ, ঘাড় বা মাথা থেকে ঘাম ব্যবহার করতে পারবেন না৷ এর সঙ্গে অবশ্য আপনি অবশ্যই লালা ব্যবহার করতে পারবেন না৷’

কোভিড-১৯ মহামারীর কারণে সমস্ত ক্রিকেট মার্চ মাসের মাঝামাঝি থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। তবে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফের শুরু হয়েছে৷

ক্রিকেটের পুনঃস্থাপনের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাঠে ভাইরাসের বিস্তারটি পরীক্ষা করতে নতুন বিধিনিষেধ আরোপ করেছিল। এ ব্যাপারে সবচেয়ে বড় এই পরিবর্তনটি ছিল, তা হল বলের উপর লালা প্রয়োগের উপর নিষেধাজ্ঞা।

ইংল্যান্ডে এখন পাকিস্তান সফর করছে৷ সদ্য শেষ হয়েছে তিন টেস্টের সিরিজ৷ এর শুরু হবে তিন ম্যাচের টি-১০ সিরিজ৷ তারপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ এবং ওয়ান ডে সিরিজ খেলবে ইংল্যান্ড৷ এই সিরিজে লালা ব্যবহারের নিষেধাজ্ঞার পাশাপাশি শর্ত অনুসারে ঘাম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷

অজি পেসার স্টার্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব বল-রক্ষণাবেক্ষণ পদ্ধতির বিষয়ে আত্মবিশ্বাসী৷ যা খেলোয়াড়দের খুব বেশি প্রভাবিত করবে না বলেও মনে করেন তিনি৷ অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা নতুন নিয়মের সঙ্গে ইতিমধ্যে পারদর্শী হওয়ায় প্রশিক্ষণ, ওয়ার্ম-আপ ম্যাচ এবং ঘরোয়া স্তরের ক্রিকেটে একই রকম ব্যবহার করা হয়েছে৷ যাতে লালা ও ঘাম উভয়ের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

স্টার্ক বলেন, ‘সম্ভবত এটি সাদা-বলের ক্রিকেটে খুব বেশি প্রাসঙ্গিক নয়৷ নতুন বলটি শুরু হয়ে গেলে আপনি যেভাবেই তা শুকিয়ে রাখার চেষ্টা করেন, সেটি লাল বলের ক্রিকেটের জন্য আবার প্রশ্ন তুলতে পারে৷’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা ইংল্যান্ড (টেস্ট) সিরিজের সময় কিছুটা দেখেছি, জোফরা (আর্চার) তার পিঠের ঘামিয়ে ব্যবহার করেছে। বিশ্ব যদি এখনও সেই রকম থাকে, তাহলে এই বিধিনিষেধগুলি এখনও থাকবে।’

পাঁচ মাস পর অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। অস্ট্রেলিয়া তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে খালি স্টেডিয়ামে মার্চ মাসে৷ ঘরের মাঠে প্রথম হোম ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া৷

(ঢাকাটাইমস/২৯ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :