শরীরের তাপমাত্রা জানাবে ঘড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০, ০৯:৫০
অ- অ+

চীনের শাওমি নতুন একটি স্মার্ট ক্লক এনেছে। যাতে থার্মোমিটা এবং হাইগ্রোমিটার রয়েছে। ভারতে ডিভাইসটির দাম ১,৫৩৫ রপি। নাম থেকেই এই প্রোডাক্টটি সম্পর্কে আন্দাজ করা যায়, এটি একটি স্মার্ট ক্লক যা হাইড্রোমিটার এবং থার্মোমিটার হিসাবেও ব্যবহার করা যাবে।

শাওমির এই ‘সেকেন্ড স্মার্ট ক্লক’ প্রোডাক্টটিতে ইলেকট্রনিক ইঙ্ক (কালি) স্ক্রিন রয়েছে, যা এর কাগজের মতো ডিসপ্লে টেক্সচারের সাথে সংলগ্ন থাকে এবং স্বল্প শক্তি খরচ করে। এই গ্যাজেটটিকে একটি ভালো স্মার্ট অ্যালার্ম ঘড়ি, একটি বাটন টাইমার হিসেবে ব্যবহার করা যাবে। স্টার্ট টাইমার ফাংশনটিতে সময় গণনা করার দুটি উপায় রয়েছে – আপ এবং ডাউন।

অন্যদিকে এটির হাইড্রোমিটার টেকনোলজি, তাপমাত্রা এবং আর্দ্রতার সূক্ষ্মতম পরিবর্তন সহজেই পর্যবেক্ষণ করতে পারে। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে এই স্মার্ট ক্লকটিতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে।

এছাড়াও আছে একটি বিল্ট-ইন আরটিসি ক্লক চিপ এবং ব্যাকআপ ব্যাটারি। এই ব্যাটারিটি সক্রিয় থাকলে স্মার্ট ক্লকটি নির্ভুল সার্ভিস দেবে।

ইউজাররা সহজেই তাদের স্মার্টফোনের মিজিয়া অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এটি পরিচালনা করতে পারবেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা