নেত্রীর আস্থা ধরে রাখার চেষ্টা করব: সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৩

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিদ্দিকুর রহমান।

তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সাবেক এই সভাপতি বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য আমি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমি একজন ব্যবসায়ী হিসেবে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে আসছি দীর্ঘদিন ধরেই। সেই হিসেবে উনি (শেখ হাসিনা) আমার ওপর যে আস্থাটা রেখেছেন, তা যেন ধরে রাখতে পারি সেই চেষ্টা করব।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনার চেষ্টা করব। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠনে প্রধানমন্ত্রীর যে ভিশন সেটি যাতে সফল হয়, সেই লক্ষ্যে কাজ করে যাব।’

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে সিদ্দিকুর রহমানকে মনোনীত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১তম সম্মেলনে কাউন্সিলের ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন।

স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন।

সভাপতি হওয়ার আগে তিনি বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) এবং দ্বিতীয় সহ-সভাপতি পদে ২০১০-২০১১ মেয়াদে এবং ২০১২-২০১৩ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/টিএ/কেআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :