করোনার সংক্রমণ ঠেকাতে পারে মাউথ ওয়াশ

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৪| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪
অ- অ+

ভালভাবে কুলকুচিই রুখে দিতে পারে করোনা ভাইরাসকে ৷ তবে শুধু পানি নয়, ইষৎ উষ্ণ পানিতে সামান্য মাউথওয়াশ বা শুধু মাউথওয়াশে ভালভাবে কুলকুচি করলেই মুখেই কোভিড ১৯-এর প্রভাব শেষ করে দেওয়া সম্ভব ৷ প্রতিদিনের ব্যবহারের এই সামান্য জিনিসই রুখে দেবে মারণ করোনার সংক্রমণ?

নয়া গবেষণায় মেলা তথ্য উসকে দিচ্ছে এমনই জল্পনা ৷ মাউথওয়াশে থাকা কিছু উপাদানের মধ্যে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারার ক্ষমতা রয়েছে ৷ জানাচ্ছে নয়া গবেষণা ৷

সম্প্রতি ফাংশান জার্নালে প্রকাশিক এক গবেষণাপত্রের দাবি অনুযায়ী, কোভিড ১৯ ভাইরাসের অ্যাটাকের পর তা গলা এবং স্যালাইভারি গ্ল্যান্ডে প্রভাব বিস্তার করে ৷ করোনাভাইরাসের বাইরের অংশের লিপিড মেমব্রেন রয়েছে ৷ এই লিপিড মেমব্রেনকেই নষ্ট করে দেওয়ার উপাদান রয়েছে মাউথওয়াশে

মাউথওয়াশের মধ্যে থাকা পোভিডোন-আয়োডিন, ইথানল এবং সেটিলপাইরিডিনিয়াম থাকে ৷ মাউথওয়াশ মুখে দিয়ে কুলকুচি করার পর মুখ দিয়ে করোনার সংক্রমণ শরীরে ছড়াতে আটকে দিতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন ৷

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালেরি ও’ডোনেল জানিয়েছেন, টেস্টটিউব গবেষণা ও ক্লিনিক্যাল সমীক্ষায় এটা প্রমাণিত যে ভাইরুসিডাল উপকরণ ভাইরাসের বাইরের লেয়ার নষ্ট করতে সক্ষম তাতে কোনও সন্দেহ নেই ৷ মাউথওয়াশের মধ্যে থাকা পোভিডোন-আয়োডিন, ইথানল এবং সেটিলপাইরিডিনিয়াম থাকে ৷ মাউথওয়াশ মুখে দিয়ে কুলকুচি করার পর মুখ দিয়ে করোনার সংক্রমণ শরীরে ছড়াতে আটকে দিতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন ৷

তবে মাউথওয়াশের এই সব উপাদান কতক্ষণ মুখের ভিতরে করোনা সঙ্গে যুদ্ধ চালাতে পারবে সেই নিয়ে এখনও কিছু নিশ্চিত করে বলা সম্ভব হয়নি গবেষণা চলছে ৷

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা