কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৬:২০| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:৩০
অ- অ+

পুলিশের বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুলকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীটি।

জানা যায়, বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সেখানে যেতে বাধা দিলে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে কংগ্রেসের নেতাকর্মীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে রাহুলকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। রাহুল গান্ধীও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা