রায়না-হরভজনের সঙ্গে চুক্তি বাতিল চেন্নাইয়ের

কিছুদিন আগেই সুরেশ রায়নার নাম বাদ পড়েছিল চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইট থেকে। এবার রায়না এবং হরভজন সিংয়ের সঙ্গে চুক্তি বাতিল করল চেন্নাই।
আইপিএল শুরুর আগেই করোনা হানা দিয়েছিল চেন্নাই শিবিরে। তারপরেই ভারতীয় দলের এই দুই সাবেক ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরিয়ে নেন নিজেদের। দুই অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় চেন্নাই শিবির যে বিপদে পড়েছে তা দেখা গিয়েছে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটোতেই হারায়। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একদম শেষে তারা।
২০১৮ সালে সিএসকে’র সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন এই দুই ক্রিকেটার। যা শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। তার আগেই বৃহস্পতিবার তাঁদের চুক্তি বাতিল করায়, এই আইপিএলে তো নয়ই, আগামী বছরের টুর্নামেন্টেও তাঁদের দেখা যাবে না চেন্নাইয়ের জার্সিতে।
প্রসঙ্গত, রাজস্থানের বিরুদ্ধে হারার পরেই রায়নাদের ফেরানোর দাবি উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু চেন্নাই শিবির সেই সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছিল। আর এখন সেই পথ একেবারেই বন্ধ হয়ে গেল।
(ঢাকাটাইমস/১ অক্টোবর/এসইউএল)

মন্তব্য করুন