গাজীপুরে ১০ মণ বিষাক্ত মাছ জব্দ

গাজীপুর প্রতিনিধি, ঢাকটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৮:৩৯
অ- অ+

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মাছের বাজারে অভিযান চালিয়ে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব মাছ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড ও একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস কর্মকর্তা মমিন উদ্দিন জানান, চান্দনা চৌরাস্তা মাছের বাজারে অভিযান চালিয়ে মাছ মজুদ ও বিক্রির অপরাধে এক খুচরা বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং হৃদয় মৎস আড়তের আড়ৎদার হৃদয় চন্দ্র দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়। অভিযানে বাসন থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
আজ যে অঞ্চলে ঝড় হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা