১৫ শতাংশ বেতন কর্তনের সিদ্ধান্তে রাজি রুটরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১৯:৪২
অ- অ+

কঠিন সময়ে দেশের ক্রিকেট বোর্ডকে সবরকম সহযোগিতা করতে তৎপর ইংরেজ ক্রিকেটাররা। তাই করোনা আবহে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্প্রতি নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা পে-কাটের বিষয়টি মেনে নিল সহজেই। করোনার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইসিবি খরচ কমাতে বেশ কিছু অনভিপ্রেত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। যার মধ্যে গত মাসে ইসিবির সঙ্গে যুক্ত ৬২ জন কর্মীর চাকরি খোয়া গিয়েছে।

করোনার জেরে ইতোমধ্যে ১৩০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসিবি। আগামী বছর এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে দ্বিগুণ। এমতাবস্থায় চলতি অক্টোবর থেকে নতুন করে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের পারিশ্রমিকের ১৫ শতাংশ অর্থ কেটে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় বোর্ডের তরফ থেকে।

কঠিন সময়ে বোর্ডের এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন ক্রিকেটাররা। গত ১ অক্টোবর থেকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় স্থান পাওয়া টেস্ট ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন ৬ লক্ষ ৫০ হাজার পাউন্ড এবং সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটাররা পাবেন ২ লক্ষ ৭৫ হাজার পাউন্ড।

প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইসিবির ডিরেক্টর অফ মেন’স ক্রিকেট অ্যাশলে জাইলস ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের ক্রিকেটার এবং তাদের প্রতিনিধি সংস্থার (টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপ) মধ্যে সম্পর্ক খুবই ভালো। দুই অধিনায়ক জো রুট এবং ইয়ন মরগ্যানের অধিনায়কত্বে আমাদের ক্রিকেটাররা এই কঠিন সময়ে ভীষণ পরিণতবোধ এবং দায়িত্ববোধের পরিচয় দিয়েছে।’

টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের চেয়ারম্যান রিচার্ড বেভান জানিয়েছেন, ‘অভূতপূর্ব সময়ে ক্রিকেটাররা আরও একবার দায়িত্ববোধের পরিচয় দিল এবং মহামারীর মধ্যেও যতোটা সম্ভব ক্রিকেটকে সাহায্য করতে এগিয়ে এসেছে।’

পে-কাট নিয়ে বলতে গিয়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্টুয়ার্ট ব্রড জানিয়েছেন, ‘আমরা পে-কাটের ব্যাপারে ১০০ শতাংশ বোর্ডের পাশে রয়েছি। ক্রিকেটাররা যে কোনো সমস্যা সমাধানে ভীষণ তৎপর। ক্রিকেটাররা পরিস্থিতি সম্পর্কে ভীষণ সচেতন। ইসিবি যখন আর্থিক মন্দার কারণে তার ৬০ জন কর্মীকে ছাঁটাই করছে তখন ক্রিকেটারদের একই বেতন দাবি করাটা মোটেই কাম্য নয়।’

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা