সশরীরে উপস্থিতিতেই হবে রাবির ভর্তি পরীক্ষা

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৫:০১| আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৫:৫২
অ- অ+

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমেই ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। শিক্ষা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভায় পরিষদের সভাপতি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। ভর্তি পরীক্ষার বিস্তারিত পদ্ধতি ভর্তি কমিটি কর্তৃক পরবর্তীতে নির্ধারিত হবে। এসব বিষয় পরে জানানো হবে।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
১৯৬৬ সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে এ রাষ্ট্র জাগবে?
অগ্নিদগ্ধ শিশুর আর্তনাদে বিবেকহীন জাতির নগ্ন প্রতিচ্ছবি
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা