নির্বাচনী সহিংসতায় গিনিতে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:৫৪ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৬:২৫

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় প্রায় ২১ জন নিহত হয়েছে। গত ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অফিসারও রয়েছেন। খবর আল জাজিরার।

গত ১৮ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করেন ৮২ বছর বয়সি আলফা কন্ড। কিন্তু তৃতীয় মেয়াদে কন্ডের এই বিজয় মেনে নিতে পারেনি বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী সেলিও দালিয়েন ডাইলু। ভোটের ফলাফলে ডাইলু হেরে গেলেও নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন তিনি।

ডাইলুর সমর্থকরা কন্ডকে একনায়তান্ত্রিক সরকারে বলে আখ্যায়িত করেন এবং দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন। বিক্ষোভের সময় তার সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ডাইলুর দাবি, পুলিশের সঙ্গে সহিংসতায় ২৭ জন মারা গেছেন।

এদিকে এই সংকট নিরসনের লক্ষ্যে গেল রবিবার গিনি সফর করেছেন জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক ফোরামের নেতৃবৃন্দ। তারা দেশটির বিভিন্ন মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার জন্য কন্ড চলতি বছরের মা্র্চে দেশটির সংবিধানে ব্যাপক পরিবর্তন আনেন। বিরোধী দলগুলো কন্ডের সংবিধান পরিবর্তন সঙ্গে দ্বিমত পোষণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘অবশেষে কী সমাধান হয়, সেটা আমরা দেখার অপেক্ষায় আছি।’

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এনএইচএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

৬ অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ দল

রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ

চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে পাকিস্তান

চীনে মহাসড়ক ধসে অন্তত ১৯ জন নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে গেছে: ক্যামেরন

কলম্বিয়ার সেনাবাহিনীর লাখ লাখ বুলেট, মিসাইল চুরি 

যৌন নিপীড়নের ৩ হাজার ভিডিও ফাঁস: কে এই প্রাজ্জ্বল রেভান্না?

কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৯

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিউইয়র্ক সিটি পুলিশ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :