চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৩৪

চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফারুক ও মোজাম্মেল নামে দুজন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ভারতে গরু আনার জন্য সীমান্ত পার হন। বৃহস্পতিবার ভোরে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে ওপারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গোলাদিঘি গ্রামের আমজাদ আলীর ছেলে ফারুক(৩০) ও একই উপজেলার জশৈল গ্রামের মৃত আকালুর ছেলে মেজাম্মেল হোসেন(৩৫)।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত পিলার-২১৯/৪৫-আর এর নিকট দিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাংলাদেশি চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে ঢুকে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৪৪ বেলডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুটেল বর্ষণ করলে তারা আহত হন।

আরিফুল ইসলাম জানান, ভারতে গরু আনতে যাওয়ার সময় এ ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনার বিষয় জানতে চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :