চাঁদপুরে ম্যারাথনে অংশ নেবেন ৮ হাজার প্রতিযোগী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫২

চাঁদপুরে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এর আয়োজন করা হয়। এতে চাঁদপুর জেলার আট উপজেলার আট হাজার নারী-পুরুষ অংশ নেবেন।

শনিবার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের টেলি কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী এই ম্যারাথনের আয়োজন।’

সেনাবাহিনীসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে।’

ম্যারাথনের জন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে সকলকে নিবন্ধন করার জন্য তিনি আহ্বান জানান।

৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। আজ থেকে জেলার আট উপজেলার এই ম্যারাথন একযোগে শুরু হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এছাড়াও বক্তব্য দেন- কুমিল্লা সেনানিবাসের তিন বীর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদু রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও প্রেসক্লাব সভাপতি ইকবাল পাটওয়ারী।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহছান উল্লাহ আখন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা শাহীর হোসেন পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান প্রমুখ।

উদ্বোধনী ম্যারাথনে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, আনসার-ভিডিপিসহ বিভিন্ন পেশা শ্রেণির সহস্রাধিক লোক অংশ নেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :