জিম্বাবুয়ে পেসারদের তোপে পিছিয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ২০:০৭
অ- অ+

আবু ধাবিতে মঙ্গলবার শুরু হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে অলআউট হয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আফসার জাজাই।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে পেসার ব্লিজিং মুজারাবানি ৪৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ৩৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন আরেক পেসার ভিক্টর নিয়াউচি। এছাড়া ডোনাল্ড তিরিপানো ১টি, শন উইলিয়ামস ১টি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট শিকার করেন।

পরে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৩ রান করে দিনের খেলা শেষ করে। অর্থাৎ, দিন শেষে ২ রানের লিডে রয়েছে জিম্বাবুয়ে। দলের পক্ষে শন উইলিয়ামস ৫৪ রান করে দিন শেষে অপরাজিত থাকেন। ৪৩ রান করে আউট হন সিকান্দার রাজা।

আফগানিস্তানের স্পিনার আমির হামজা ৬১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ইয়ামিন আহমেদজাই নেন ১টি উইকেট।

(ঢাকাটাইমস/২ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা