কোভিডের সঠিক ভ্যারিয়েন্ট নির্ধারণে জেনোম সিকোয়েন্সিং চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ১৬:৪৩

কোভিড ১৯ এর সঠিক ভ্যারিয়েন্ট নির্ধারণে জেনোম সিকোয়েন্সিং চালুর নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার বিএসএমএমইউর ডা. মিল্টন হলে অনুষ্ঠিত এক সভায় উপাচার্য বলেন, আজ থেকেই বিএসএমএমইউয়ে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার পাশাপাশি কোভিড-১৯ এর জেনোম সিকোয়েন্সিং করার ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশে কোভিডের সঠিক ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং কোভিডের ভ্যারিয়েন্টের উপসর্গ নির্ণয়, প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ সহজ হবে। যা প্রধানত কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সঠিক রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিএসএমএমইউর উপাচার্য পরবর্তী সময়ে এই জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে লিকুইড এবং সলিড টিউমার (ক্যানসার) ডায়াগনোসিস কার্যক্রমে ব্যবহার করার নির্দেশনা দিয়ে বলেন, ‘এই কার্যক্রম বাস্তবায়ন হলে চিকিৎসার জন্য রোগীদের আর্থিক ব্যয় সাশ্রয় যেমন হবে, একই সাথে সংশ্লিষ্ট রোগীদের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতাও হ্রাস পাবে।’ তিনি আরও উল্লেখ করেন, যেহেতু বিএসএমএমইউয়ে অধিকসংখ্যক রোগীর জেনোম সিকোয়েন্সিং করার সুযোগ আছে সেজন্য ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের ডাটাসমূহ বাংলাদেশসহ সমগ্র বিশ্বে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। শধু তাই নয়, এই জেনোম সিকোয়েন্সিং বিষয়ে চিকিৎসকরা গবেষণালব্ধ জ্ঞান অজর্ণের পাশাপাশি এ বিষয়ে দেশ বিদেশে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশনারও সুযোগ পাবেন।

গুরুত্বপূর্ণ ওই সভায় এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু জেনোম সিকোয়েন্সিংয়ের বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাসমূহ উপস্থাপনা করেন। সভায় ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান মো. সায়েদুর রহমান, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান সাইফ উলাহ মুন্সী, হেমাটোলজি বিভাগের মো. সালাহউদ্দীন শাহ, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক বিষ্ণু পদ দে তাদের বৈজ্ঞানিক মতামত দেন।

সভায় বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান বক্তব্য দেন। সভায় বিএসএমএমইউর রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, গ্রন্থাগারিক মো. হারিসুল হক, হল প্রভোস্ট এস এম মোস্তফা জামান, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) সহকারী অধ্যাপক মো. রসুল আমিন শিপন, সহকারী লাইব্রেরিয়ান ডা. সমরেশ চন্দ্র সাহা, সহকারী লাইব্রেরিয়ান প্রভাষক ডা. মারুফ হক খান, পিএইচডি, সহকারী হল প্রভোস্ট ডা. ইলোরা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএসএমএমইউর উপাচার্য তার কার্যালয়ে প্রশাসিক মিটিং, অফথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি) এবং ভার্চুয়ালি (জুমে) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাথে গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। এছাড়াও এ ব্লকে কোভিড ১৯ এর চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের সাথে যুক্ত ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ডা. মিল্টন হলে ভার্চুয়ালি রেসিডেন্ট চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :