ভারত ফেরত নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ১৪:৩৩
অ- অ+

করোনায় বিপর্যস্ত ভারত থেকে নিজ দেশের নাগরিকদের ফিরে আসার ওপর নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনিতে করোনার প্রাদুর্ভাব দৃশ্যত নিয়ন্ত্রণে এসেছে। গত মাসে অস্ট্রেলিয়া সরকার ভারত থেকে আসা যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে জেল-জরিমানার আদেশ দেয়। পরে, আইনপ্রণেতা, প্রবাসী ও ভারতীযয় প্রবাসীদের তীব্র সমালোচনার মুখে তারা তা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, ‘আমরা যে আদেশটি দিয়েছিলাম, তা যথাযথভাবে কার্যকর হয়েছে। আমাদের যা দরকার ছিল, তা হয়েছে। আসলে অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ প্রতিরোধে আমাদের যা কিছু করা সম্ভব, তা নিশ্চিত করা প্রয়োজন ছিল।’ মরিসন জানিয়েছেন, সবচেয়ে বেশি খারাপ অবস্থায় থাকা প্রায় ৯০০ নাগরিককে অগ্রাধিকার-ভিত্তিতে ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়া আগামী ১৫ থেকে ৩১ মে’র মধ্যে তিনটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করবে।

ঢাকাটাইমস/০৭মে/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা