লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৯:৪৭
অ- অ+

পণ্যের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পণ্য সামগ্রী বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির কলাবাগান শাখায় অভিযান পরিচালনা করে সংস্থাটির একটি ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

অভিযানটির নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী হাকিম নাফিসা নাজ নীরা ও বেগম রাশিদা আক্তার।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে মো. মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানায়, একনিঅনোমিকস ব্রান্ডের ৩৬০ ডিগ্রি বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবি পাউডার, বিস্কুট, চিপস ইত্যাদি পণ্যের গুণগত মান সনদ ও ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৮মে/কারই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা