দেশে এলো জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৭:১৮ | প্রকাশিত : ২৪ জুলাই ২০২১, ১৫:৪৪

দেশে এলো জাপানের দেয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স প্রকল্পের আওতায় বাংলাদেশকে এ টিকা দিয়েছে দেশটি। এটি বাংলাদেশের জন্য সূর্যোদয়ের দেশের উপহারের প্রথম চালান।

শনিবার দুপুর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ। তারই প্রথম চালান এলো আজ। বাকি ডোজ আগামী এক মাসের মধ্যে আসবে বলে জানান তিনি।

কোভিশিল্ড টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত হয়। গত বছর উৎপাদন শুরু হলে তিন কোটি ডোজ টিকা কিনতে সেরামের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ বেক্সিক ফার্মাসিউটিক্যালস। ছয় চালানে তিন কোটি ডোজ টিকা দেয়ার কথা থাকলেও মাত্র ৭০ লাখ দেয় সেরাম। আর ভারত সরকারের উপহার হিসেবে ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেম। পরে ভারতে কোভিডের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেয়। সেসময় প্রথম ডোজ নেয়া অনেকেই দ্বিতীয় ডোজ পাননি। জাপানের উপহার আসায় কোভিশিল্ডের ডোজ প্রয়োগে গতি পাবে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/কারই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য: গবেষণা

প্রথম ধাপে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি

প্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী পলক

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার, না মানলে ব্যবস্থা

ডোনাল্ড লু’র সফরে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি’

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ: ইসি

আমাদের মনের ল্যাবরেটরি পরিষ্কার করতে হবে: খাদ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :