পাকিস্তানে চীন, রাশিয়াসহ ৭ দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীন রাশিয়াসহ সাত দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান ফায়েজ হামিদের আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ফায়েজ আহমেদ সম্প্রতি কাবুল সফর করেছেন। সেখান থেকে ফেরার একদিন পরই এমন বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতকে ওই বৈঠকে ডাকা না হলেও এই বৈঠকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে। খবর ডনের
খবরে বলা হয়েছে, আগামী দিনে পাক-আফগান সম্পর্ক, অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা সেরেছেন তারা।
বৈঠকে উপস্থিত দেশগুলো হলো- চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
গত সপ্তাহে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল। কিন্তু সেখানে হাজির ছিলেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ইসলামাবাদের বৈঠকে যোগ দিয়েছে রাশিয়াও। একেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করছেন পাকিস্তানের কূটনীতিকরা।
সূত্রের খবর, বৈঠকে আইএসআই প্রধান মূলত পাকিস্তান ও আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সেখানেই ঘুরেফিরে এসেছে তালেবান নেতৃত্বের সাথে আগামী দিনে কেমন সম্পর্ক রাখা হবে, তা নিয়ে বিভিন্ন দেশের বক্তব্য। বৈঠকে অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/একে

মন্তব্য করুন