যুক্তরাজ্যে জ্বালানি সংকট দূর করতে মাঠে সেনা

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৩:৩৬ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২১, ১৩:১৫

যুক্তরাজ্যের জ্বালানি সংকট দূর করতে কাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী। এর ফলে দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তেল সরবরাহের জন্য গাড়ি চালকের স্বল্পতায় তৈরি হয়েছে সংকট। এ জন্য ট্যাঙ্কার চালক হিসেবে কাজ করবে সেনাবাহিনীর কয়েকশ সদস্য। ফলে দ্রুতই পরিস্তিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে। খবর বিবিসির।

তেলের সংকট কাটাতে কেউ যেন অতিরিক্ত তেল কিনতে না পারে এজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। বরিস জনসন বলেন, জনগনের হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটি সমস্যা তৈরি হয়েছে, তার সমাধানও হচ্ছে। সব পাম্প ব্যবসায়ীকে বলবো আপনারা স্বাভাবিক কার্যক্রম শুরু করুন। দ্রুতই বিদেশি ট্রাক ড্রাইভার নিয়োগ দেয়া হবে। স্থায়ীভাবে সংকটটি দূর করার চেষ্টা চলছে।

শ্রমিক সংকট দূর করতে তিন শতাধিক বিদেশি চালককে অস্থায়ী ভিসা দেয়ার কথাও জানান বরিস জনসন।

ঢাকাটাইমস/০৩অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :