প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেবো: মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৩৩

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তিনি আমাদের উৎস ও প্রেরণা। তিনি যে সিদ্ধান্ত দেন আমরা মেনে নেই, তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নেব।’

মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে মহানগরের বিভিন্ন ওর্য়াডের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গাসিক মেয়র জাহাঙ্গীর আলমের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, অপপ্রচারে কিছু আসে যায় না। মিথ্যা মিথ্যাই থাকবে, সত্যের জয় হবে। আমাদের অভিভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে সিদ্ধান্ত দেন আমরা মেনে নেই, তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নেব।’

‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা চাই সুশাসন এবং কাজ। প্রধানমন্ত্রী গ্রামকে শহরে উন্নীত করার নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের শহরকে পরিকল্পিতভাবে গড়তে চাই।’

সম্প্রতি আলোচিত এই মেয়র বলেন, ‘এক থেকে দেড় হাজার ফিটের ভিতরে যাদের আধা পাকা, সেমি পাকা ও মাটির ঘর রয়েছে সরকারের সঙ্গে আলোচনা করে তাদের জন্য পাঁচ বছরের ট্যাক্স মওকুফ করা হবে। প্রথম পর্যায়ে এক লাখ বাড়ি-ঘরের ট্যাক্স মওকুফ করা হবে।’

মেয়র বলেন, ‘গাড়ি জ্বালাও-পোড়াও এবং সড়ক অবরোধ আওয়ামী লীগের কোনো কাজ নয়। উসকানিমূলক কথায় কারো কোনো ক্ষতি করা যাবে না।’

সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে মেয়র বলেন, ‘নগরের কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখবেন। কারও বিরুদ্ধে কোনো হয়রানির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/৬অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :