বিয়ে নিয়ে বোমা ফাটালেন রাইমা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৪০| আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৪২
অ- অ+

রুপালি পর্দায় বেশ কয়েক বার সাত পাক ঘুরে ফেলেছেন বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। লাল বেনারসি, মাথায় মুকুট পরে মুখে চন্দন লাগিয়ে পানপাতায় মুখ ঢেকেছেন তিনি। কিন্তু বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই নায়িকা? সম্প্রতি একটি সংবাদমাধ্যমের ফটোশ্যুটে এই প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন রাইমা।

সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তাই উত্তর দেওয়ার আগেই কিছুটা বিরক্তি প্রকাশ করলেন। এরপর রাইমা বলেন, ‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। যেই আমি কোনো চিত্রগ্রাহকের সঙ্গে ছবি তুললাম, অমনি ১০টি গল্প হয়ে গেল! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এসব মিথ্যা গল্প পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’

এর পরই বোমা ফাটান অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ মুনমুন সেনের মেয়ে রাইমা। ৪১ বছর বয়সী এই নায়িকা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতো করে থাকব।’

প্রসঙ্গত, ওই ফটোশ্যুটে রাইমার সঙ্গী ছিলেন অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক সঙ্গী নিখিল জৈন। এই মুহূর্তে সিংহভাগ মানুষ যাকে চেনেন নায়িকার ‘সহবাস সঙ্গী’ হিসেবে। তার সঙ্গে রাইমার ব্যক্তিজীবন নিয়ে সম্প্রতি চর্চা শুরু হয়েছে। কিন্তু সে সবের তোয়াক্কা করেন না তারা। ক্যামেরার খচখচ শব্দ আর এক রাশ গল্পে গভীর হল রাইমা-নিখিলের বন্ধুত্ব।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা