বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও সনদ প্রদান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১, ২২:০৩
অ- অ+

সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর রায়েরবাজারে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তাদের সনদপত্র দেওয়া হয়।

এ উপলক্ষে শনিবার সংগঠনের রায়েরবাজারের ‘সোসাইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে এসব সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। আট জন প্রশিক্ষণার্থী তিন মাস প্রশিক্ষণ নিয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনামুল হক নয়ন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল, নাদিয়া ইসলাম দিনা, জহির খান প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কম শিক্ষিত ও পিছিয়ে পড়া মানুষদের কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে আমাদের এ আয়োজন। আমরা চাই, কর্মহীন মানুষদের শিক্ষিত ও যোগ্যরূপে গড়ে তুলে সমাজে তাদের প্রতিষ্ঠিত করতে।’ সভাপতি বলেন, ‘আমাদের এই ট্রেনিং সেন্টারে বিনামূল্যে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারেন। আজ প্রথম ব্যাচের আটজনকে সেলাই মেশিন ও সনদ দেওয়া হলো। বাকি আরও দুই ব্যাচে প্রায় ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে মোজো: কাদের গনি চৌধুরী
পৃথিবীর সকল মা ভালো থাকুক
অভিনেতা রাশেদ সীমান্তের ‘বউ নিখোঁজ’, সন্দেহ লন্ড্রি দোকানদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা