মিলান ডার্বিতে জিতেনি কেউই

ইতালিয়ান সিরি আয় রবিবার রাতের ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলতে নামে এসি মিলান এবং ইন্টারমিলান। কিন্তু দুই ডার্বি মধ্যকার এই ম্যাচে জয় পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোল ব্যবধানে। ইন্টারমিলানের হয়ে একমাত্র গোলটি করেন হাকান কালহানোগলু। এসি মিলান পেয়েছে আত্মঘাতী গোল।
৫৭ হাজার দর্শকের উপস্থিতিতে খেলতে নেমে ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় ইন্টারমিলান। ডি-বক্সে কালহানোগলু ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। একাদশ মিনিটে নিজেই স্পট কিকে গোলটি করেন এই তুর্কি মিডফিল্ডার।
এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ইন্টারের। ছয় মিনিট পরই প্রতিপক্ষের ফ্রি কিকে ছয় গজ বক্সের মুখে হেডে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান ডিফেন্ডার ডি ভ্রেই।
ম্যাচের ২৫তম মিনিটে মাত্তেও দারমেইন প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় ইন্টার। তবে আর্জেন্টাইন স্ট্রাইকার সুযোগ কাজে লাগাতে পারেননি, তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক সিপরিয়ান তাতারুসানু। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোল ব্যবধানেই।
এরপর দ্বিতীয়ার্ধের খেলায় একের পর এক আক্রমণ চালায় ইন্টারমিলান। কিন্তু পায়নি জয়সূচক গোলের দেখা। অন্যদিকে পুরো ম্যাচে নিষ্প্রভ প্রায় এসি মিলানও শেষ কয়েক মিনিটে মাথা চাড়া দিয়ে উঠে। কিন্তু ইন্টারের মতোই গোল পায়নি এসি মিলানও। ফলে ১-১ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
এ ড্রয়ের ফলে পিউলির দল এখন ১২ ম্যাচে নাপোলির সমান ৩২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধান পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারের সংগ্রহ ২৫ পয়েন্ট।
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এমএম)

মন্তব্য করুন