রূপপর পরমাণু কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বসলো পোলার ক্রেন ব্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২১, ১৯:২৫
অ- অ+

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিং-এ চক্রাকার (পোলার) ক্রেন ব্রিজের স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন (রোসাটম)।

এতে বলা হয়, রুশ প্রতিষ্ঠান এনার্গোস্পেকমনতাঝের বিশেষজ্ঞরা ১ হাজার ৩০৫ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন বিশেষ ক্রেনের সাহায্যে +৩৮ দশমিক ৫০ মিটার এলিভেশনে অবস্থিত রেল ট্র্যাকের ওপর পোলার ক্রেন ব্রিজটি স্থাপন করেন।

এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে রাশিয়ার এতমস্ত্রয়-এক্সপোর্টের (এএসই) ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ভ্লাদিমিরোভিচ দেইরি বলেন, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের কাজে আর একটি মাইলস্টোন অর্জিত হলো। পোলার ক্রেনের স্থাপন, পাওয়ার ইউনিটের নির্মাণ ক্ষেত্রে একটি জটিল কাজ। ক্রেনটির অ্যাডজাস্টমেন্ট এবং পরীক্ষা-নিরীক্ষার পর রিঅ্যাক্টর কম্পার্টমেন্টে মূল ভারী যন্ত্রপাতি এবং পাইপলাইন বসানোর কাজ শুরু হবে।’

ক্রেনট্র্যাকে বর্তমানে ক্রেনের বিভিন্ন স্ট্রাকচার এবং মেকানিজম স্থাপনের কাজ এগিয়ে চলছে।

দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিং-এর অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের নিচে পোলার ক্রেনটি বসানো হচ্ছে। ক্রেনটির উত্তোলন ক্ষমতা ৩৬০ টন এবং এর মাধ্যমে রিঅ্যাক্টর ভেসেল, বাষ্প জেনারেটরসহ সব ভারী যন্ত্রপাতি বসানো হবে। বিদ্যুৎ প্রকল্প চালু হবার পর এই ক্রেনটি বিভিন্ন মেরামত কাজ এবং জ্বালানি পরিবহনে ব্যবহার করা হবে।

পোলার ক্রেন ব্রিজের কংক্রিটিং-এর কাজ ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন হবে এবং এর মাধ্যমে দ্বিতীয় ইউনিটের অভ্যন্তরীণ কন্টেইনমেন্টের পঞ্চম স্তরের আরসিসি কাঠামো স্থাপনের কাজের পরিসমাপ্তি হবে বলে জানানো হয়।

দ্বিতীয় ইউনিটের অভ্যন্তরীণ কন্টেইনমেন্টের ডোমের জন্য রেইনফোর্সড কাঠামোর সংযোজন এবং ওয়েল্ডিং-এর কাজ এগিয়ে চলছে।

রূপপুর পরমাণু পকল্পের নকশা প্রণয়ন এবং নির্মাণের দায়িত্বে রয়েছে রোসাটমের প্রকৌশল শাখা। রূপপুর প্রকল্পে দু’টি বিদ্যুৎ ইউনিট নির্মীত হচ্ছে যার প্রতিটিতে থাকবে ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর। প্রতিটি ইউনিটের আয়ুষ্কাল ৬০ বছর ধরা হয়েছে এবং যা আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা