অভিনয়শিল্পী সংঘের নির্বাচন জানুয়ারিতে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২১, ১১:২৪
অ- অ+

চলতি বছরের জুনে শেষ হয়েছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির মেয়াদ। আবার ঘনিয়ে এসেছে নির্বাচনের সময়। আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন ও দুই সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে। আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের তফসিল ও দিন নির্ধারণ করবেন। নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে এফডিসিতে।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা খাইরুল আলম সবুজ। তিনি এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। প্রবীণ এই অভিনেতা বলেন, ‘গত ৬ ডিসেম্বর আমরা নির্বাহী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছি। ১২ ডিসেম্বর মিটিংয়ে বসে নির্বাচনী তফসিল, তারিখ, স্থান ও নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করব।’

খাইরুল আলম সবুজের সঙ্গে এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দুই প্রবীণ অভিনেতা নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এছাড়া নির্বাচনে আপিল বোর্ডে দায়িত্ব পালন করবেন অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয়শিল্পী সংঘের সদস্য।

দুই বছর মেয়াদি অভিনয়শিল্পী সংঘের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ২১ জুন। সে সময় সভাপতি নির্বাচিত হয়েছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আহসান হাবীব নাসিম। নির্বাচনের চার দিন পর দায়িত্ব বুঝে নেয় এই কমিটি। তাদের মেয়াদ শেষ হয়েছে গত জুন মাসে।

তাহলে ছয় মাস দেরিতে কেন নির্বাচন? এ ব্যাপারে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বলেন, ‘নিয়মমাফিক মে মাসে আমাদের সাধারণ সভা হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় করোনার কারণে গণজমায়েত নিষিদ্ধ ছিল। এ জন্য আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে রেখেছিলাম। এখন পরিস্থিতি ভালো, তাই গত মাসে সাধারণ সভা করেছি। সরকারি নিয়ম ও সচেতনতা মেনেই আমাদের নির্বাচন হবে।’

এবারের নির্বাচন প্রসঙ্গে বর্তমান সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সম্মানিত কমিশনার ও আপিল বিভাগের সদস্যরা আমাদের ঘরের মানুষ। আমাদের কাছে তাদের যোগ্য মনে হয়েছে। গত বছরের নির্বাচনেও তারা প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন। সাফল্যের সঙ্গে সব শেষ করেছিলেন। এবারের নির্বাচনেও তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত হবে।’

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা